নয়াদিল্লি: কাশ্মীরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করে বাধা পেলেন সীতারাম ইয়েচুরি, ডি রাজা। ইয়েচুরির তেমনই দাবি। শ্রীনগর বিমানবন্দরে তাঁদের বাধা দেওয়া হয় শহরে ঢুকতে গেলে, এ কথা জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে ফোনে বলেন, ওঁরা আমাদের আইনি অর্ডার দেখালেন, যাতে শ্রীনগরে প্রবেশের কোনও অনুমতি নেই বলে রয়েছে। এও বলা আছে, নিরাপত্তাজনিত কারণ এসকর্ট করে পাহারা দিয়েও গাড়ি নিয়ে শহরে ঢোকার অনুমতি নেই। আমরা এখনও ওদের সঙ্গে কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা করছি।


ইয়েচুরির দাবি, তিনি ও শীর্ষ সিপিআই নেতা ডি রাজা-দুজনেই বৃহস্পতিবার রাজ্যপালকে চিঠি লিখে আগাম জানিয়েছিলেন, তাঁরা শ্রীনগর যাচ্ছেন। তাঁদের যেন কোনও বাধার মুখে পড়তে না হয়। কিন্তু তা সত্ত্বেও আটকানো হল। আমার এখানকার অসুস্থ সহকারী নেতা, কমরেডদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।
বৃহস্পতিবার শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও শ্রীনগরে ঢুকতে গিয়ে অনুমতি পাননি। তাঁকে শ্রীনগর বিমানবন্দর থেকে দিল্লি