শ্রীনগর: দুদিনের জন্য জম্মু ও কাশ্মীর সফরে গেলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। এই সফরে তিনি পাকিস্তান ও চিন সীমান্তের নিরাপত্তা পরিদর্শন করবেন। পাশাপাশি, উপত্যকার সুরক্ষা-ব্যবস্থাও খতিয়ে দেখবেন।


প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর এটিই নির্মলার প্রথম জম্মু ও কাশ্মীর সফর। শুক্রবার, সেনাপ্রধান বিপিন রাওয়াতের সঙ্গে রাজ্যে আসেন নির্মলা। প্রথমেই উত্তর কাশ্মীরের কুপওয়ারায় যান। সেখানে নিয়ন্ত্রণরেখার নিরাপত্তা-ব্যবস্থার হাল-হকিকৎ খতিয়ে দেখেন।


জানা গিয়েছে, কুপওয়ারা থেকে ফিরে কোর হেডকোয়র্টারে শীর্ষ সামরিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে উপত্যকার সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁকে ব্যাখ্যা করবেন শীর্ষ সেনা আধিকারিকরা।


পাশাপাশি, সীমান্তপার সন্ত্রাস ও অনুপ্রবেশ রুখতে ঠিক কী কী ব্যবস্থাগ্রহণ করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট শুনবেন নির্মলা। এছাড়া, এদিন রাজ্যপাল এন এন ভোরা ও মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গেও সাক্ষাত করবেন।


আগামীকাল, লাদাখ-পরিদর্শনে যাবেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে চিন সীমান্ত-লাগোয়া লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পরিস্থিতি সংক্রান্ত খোঁজখবর নেবেন। সূত্রের খবর, আবহাওয়ার পরিস্থিতি ঠিক হলে, সিয়াচেন বেসক্যাম্পেও যেতে পারেন তিনি।