জঙ্গিদের হাতে খুন আওরঙ্গদেবের বাড়িতে প্রতিরক্ষামন্ত্রী, বললেন, ও গোটা দেশের অনুপ্রেরণা
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jun 2018 03:08 PM (IST)
জম্মু: ইদের দুদিন আগে সন্ত্রাসবাদীদের হাতে অপহরণের পর খুন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান আওরঙ্গজেবের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। সেনাবাহিনীর শীর্ষ অফিসারদের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী পুঞ্চের প্রত্যন্ত সালানী গ্রামে আওরঙ্গদেবের বাড়ি যান তিনি। পরে বলেন, শহিদের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছি। এই পরিবারটি এক শহিদের পরিবার, যিনি আমার এবং আমি নিশ্চিত, গোটা দেশের কাছেই এক অনুপ্রেরণা। এই বার্তাই এখান থেকে নিয়ে যাচ্ছি আমি।
৪৪ রাষ্ট্রীয় রাইফেলসে নিযুক্ত আওরঙ্গজেব ইদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। ১৪ জুন দক্ষিণ কাশ্মীরে তাঁকে অপহরণ করে সেদিনই হত্যা করে সন্ত্রাসবাদীরা। তিনি সোপিয়ান যাওয়ার গাড়িতে ওঠেন। সেখান থেকে সম্ভবত তাঁর রাজৌরি যাওয়ার কথা ছিল। সন্ত্রাসবাদীরা কালামপোরার দিকে এগতে থাকা গাড়িটি অনুসরণ করে তাঁকে তুলে নিয়ে যায়। কালামপোরা থেকে প্রায় ১০ কিমি দূরে গুসসু গ্রামে তাঁর বুলেটে ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়।
দুদিন আগেই সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত আওরঙ্গজেবের বাড়ি গিয়ে তাঁর বাবা-মার সঙ্গে কথা বলেন।
আওরঙ্গজেবের পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর সরকারকে রাজ্যে সন্ত্রাসবাদ নির্মূল করার পাশাপাশি তাঁর হত্যার বদলা নিতে আবেদন করেছে। আওরঙ্গজেবের বাবা, জম্মু ও কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির প্রাক্তন সেপাই মহম্মদ হানিফ বলেছেন, আমার ছেলে সাহসী জওয়ান। দেশের জন্য প্রাণ দিয়েছে। দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আমি ও আমার ছেলেরা। আমরা চাই, অপরাধীরা নির্মূল হোক।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -