রাজ্যপালের শাসনে জম্মু ও কাশ্মীরে পরিস্থিতির উন্নতি হবে, দাবি কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jun 2018 03:34 PM (IST)
কলকাতা: রাজ্যপালের শাসন জারি হওয়ার পর জম্মু ও কাশ্মীরে পরিস্থিতির উন্নতি হবে বলে দাবি করলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী মহেশ শর্মা। তাঁর বক্তব্য, ২০১৪-য় বিজেপি জম্মু কাশ্মীরের তখনকার পরিস্থিতি বিচার করে, রাজ্যের স্বার্থে পিডিপির সঙ্গে জোট সরকার তৈরি করেছিল। তিন বছর জোট চালিয়েছি আমরা। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে, সময় হয়েছে রাজ্যপালের শাসনের, এমন এক শাসনের যেখানে সরকার-রাষ্ট্র জনগণের সাহায্য নিয়ে সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে পারে।
এখানে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপালের শাসন জারি হওয়ার ফলে কাশ্মীরের পরিস্থিতি বদলে ভালর দিকে যাবে। আপাত দৃষ্টিতে পরিবর্তন এরই মধ্যে দেখা যাচ্ছে। নিরাপত্তাবাহিনী, পুলিশ আরও আত্মবিশ্বাস পেয়েছে। এর ফল শীঘ্রই মিলবে।
বিজেপি মেহবুবা মুফতির জোট সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার পর গতকালই রাজ্যে রাজ্যপালের শাসন জারি হয়েছে।
শর্মা নাম না তুলে পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন, গোটা বিশ্ব কাশ্মীরে একটি দেশের ভূমিকার কথা জানে। ওরা সারা দুনিয়ায় একঘরে হয়ে পড়েছে। কাশ্মীর 'ভারতের গর্ব', মন্তব্য করেন তিনি। বলেন, কাশ্মীরকে সন্ত্রাসমু্ক্ত করে সেখানকার বিপথগামী অংশটিকে নিজেদের দিকে ফিরিয়ে আনব, যারা আমাদেরই দেশের মানুষ।
বিজেপি সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় বলেন, জম্মু ও কাশ্মীরে বিজেপি-পিডিপি জোট অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে তৈরি হলেও টিকিয়ে রাখা যায়নি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -