মুম্বই: ২০০০ ও ৫০০-র জালনোট ছাপার অভিযোগে মহারাষ্ট্রের সাতারা থেকে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ২৬.৫৪ লক্ষ টাকা মূল্যের জালনোট। একইসঙ্গে, এক পৃষ্ঠে ছাপা অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও প্রায় ৩০ লক্ষ টাকার জালনোট।


গতকাল, কটেশ্বর মন্দিরের সামনে ২ ব্যক্তি জালনোটগুলিকে আসল বলে চালানোর চেষ্টা করছিল। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন স্থানীয়রা। ২ জনকে পাকড়াও করে ক্রাইম ব্রাঞ্চ।


সাতারা পুলিশ সুপার সন্দীপ পাতিল জানান, জেরায় ধৃতেরা স্বীকার করে, রঙীন ফটোকপি মেশিন ব্যবহার করে একটি গ্যাং বেশ কিছুদিন ধরে জালনোট ছাপার কাজ করছে।


তথ্যের ভিত্তিতে সাতারার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় পুলিশ। জালনোট বাজেয়াপ্ত করার পাশাপাশি ৬ জনকে গ্রেফতার করা হয়।


পুলিশ জানিয়েছে, ৬ জনের মধ্যে একজনের কম্পিউটার ও ছাপা সংক্রান্ত ভাল জ্ঞান রয়েছে। অভিযোগ, সেই ওই জালনোট চক্রের মূলপাণ্ডা।


ধৃতদের জেরা করে তাদের থেকে আরও তথ্য জানতে চাইছে পুলিশ। একইসঙ্গে, ধৃতদের কোনও জঙ্গি-যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।