সোনা পাচারের চেষ্টা, গ্রেফতার তিন মহিলা সহ ছয় চিনা নাগরিক
ABP Ananda, web desk
Updated at:
16 Mar 2017 02:37 PM (IST)
মুম্বই: মুম্বই বিমানবন্দরে ছয় কেজি ওজনের সোনা পাচার করতে গিয়ে পাকড়াও তিন মহিলা সহ ছয় চিনা নাগরিক। বিমান থেকে অবতরণের পর মুম্বইয়ের শুল্ক বিভাগের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট ওই ছয়জনকে ধরে ফেলে।
ধৃতদের মধ্যে তিনজন হংকং থেকে এসেছিল। অন্যরা চিন থেকে এসেছিল। তাদের তল্লাশি চালিয়ে ভগবানে বুদ্ধর ছবি আঁকা পেন্ডেন্ট সহ কাঁচা সোনার চেন ও চুড়ি উদ্ধার করা হয়। এগুলি কোমরের চামড়ার বেল্টের মধ্যে রাখা ছিল। এছাড়াও তিব্বতী দেবদেবীর মূর্তি খোদাই সোনাও পাওয়া যায় বলে জানিয়েছেন আধিকারিকরা। বাজেয়াপ্ত সোনার দাম ১.৮৫ কোটি টাকা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -