মুম্বই: মুম্বই বিমানবন্দরে ছয় কেজি ওজনের সোনা পাচার করতে গিয়ে পাকড়াও তিন মহিলা সহ ছয় চিনা নাগরিক। বিমান থেকে অবতরণের পর মুম্বইয়ের শুল্ক বিভাগের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট ওই ছয়জনকে ধরে ফেলে।

ধৃতদের মধ্যে তিনজন হংকং থেকে এসেছিল। অন্যরা চিন থেকে এসেছিল। তাদের তল্লাশি চালিয়ে ভগবানে বুদ্ধর ছবি আঁকা পেন্ডেন্ট সহ কাঁচা সোনার চেন ও চুড়ি উদ্ধার করা হয়। এগুলি  কোমরের চামড়ার বেল্টের মধ্যে রাখা ছিল। এছাড়াও তিব্বতী দেবদেবীর মূর্তি খোদাই সোনাও পাওয়া যায় বলে জানিয়েছেন আধিকারিকরা। বাজেয়াপ্ত সোনার দাম ১.৮৫ কোটি টাকা।