কান্নুর (কেরল): দিনকয়েক আগে আন্দালুরের ধর্মাদামে কুপিয়ে বিজেপি কর্মী হত্যার ঘটনায় ৬ সিপিএম কর্মী গ্রেফতার কেরলে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সকলেই আন্দালুরের বাসিন্দা, বয়স ২৫ থেকে ৩১ এর মধ্যে, মার্কসবাদী পার্টির কর্মী ও শুভানুধ্যায়ী। প্রসঙ্গত, ৫৩ বছর বয়সি নিহত বিজেপি কর্মী সন্তোষও এই আন্দালুরেরই লোক।
গত ১৮ জানুয়ারি রাত ১১টা নাগাদ সন্তোষের বাড়িতে ঢুকে তাঁকে খুন করে হামলাকারীরা। ২১টি আঘাতের দাগ মিলেছে তাঁর শরীরে, বেশিরভাগই হাতে, পায়ে। সে সময় তাঁর স্ত্রী, ছেলেমেয়েরা বাড়িতে ছিলেন না। কিছু এসএফআই কর্মী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঘুরতে গিয়ে আরএসএস কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন, এই অভিযোগে তার বদলা নিতে সন্তোষের ওপর হামলা হয়। পরদিন বিজেপি হরতাল পালন করে।
সিপিএম নেতারা অবশ্য আগে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে সন্তোষ আত্মীয়দের হাতে খুন হয়েছেন বলে দাবি করেছিলেন। কিন্তু পুলিশের বক্তব্য, রাজনৈতিক বিরোধেই এই হত্যাকাণ্ড।
কেরলে বিজেপি কর্মী কুপিয়ে খুনে গ্রেফতার ৬ সিপিএম কর্মী
web desk, ABP Ananda
Updated at:
21 Jan 2017 02:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -