মুম্বই: মহারাষ্ট্রের পারভানি জেলায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের সরকারি সফরের মধ্যেই আত্মহত্যার চেষ্টা ৬ কৃষকের। পুলিশ জানিয়েছে, এদিন সকালে আগের পেশ করা বেশ কিছু দাবিদাওয়া পূরণের ব্যাপারে কথা বলতে মানাওলি গ্রাম থেকে মানভত তেহসিলদারের অফিসে এসেছিলেন ওই চাষিরা। আচমকা তাঁরা সঙ্গে করে নিয়ে আসা বোতল থেকে বিষাক্ত কোনও পদার্থ গিলে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলে নিযুক্ত পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে বোতল কেড়ে নিয়ে তাঁদের নিরস্ত করেন। তবে পাছে কেউ বিষ খেয়ে থাকতে পারেন, এই আশঙ্কায় প্রথমে তাঁদের মানভতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় পারভানির সরকারি হাসপাতালে। ৬ জনই সুস্থ আছেন।
গত ১০ এপ্রিল ওই চাষিরা তেহসিলদারের কাছে গ্রামে স্বাস্থ্যকর পানীয় জল সরবরাহ, গ্রাম পঞ্চায়েতের কাজকর্মে বেনিয়ম, এলাকায় বাঁধ পরীক্ষার কাজে গরমিলের অভিযোগে তদন্ত সহ নানা দাবিদাওয়া পেশ করেন।
পারভানির পুলিশ সুপার দিলীপ জালকে বলেন, কৃষকরা বিষপানের চেষ্টা করে, তবে পুলিশ তা ব্যর্থ করে দেয়।