জম্মু কাশ্মীরের কাঠুয়ায় বিস্ফোরণ, আহত ৬
Web Desk, ABP Ananda | 24 Oct 2016 10:55 PM (IST)
কাঠুয়া: জম্মু কাশ্মীরের কাঠুয়ায় বাজির দোকানে বিস্ফোরণ। আহত ৬। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আজ সন্ধ্যে ৬.৪৫ নাগাদ ৭ নম্বর ওয়ার্ডের একটি দোকানে বিস্ফোরণটি হয়। সেখানে বাক্সবন্দি চিনা বাজি ছিল বলে জানা গিয়েছে। সেগুলিই ফেটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে নিশ্চিতভাবে জানতে নমুনা পরীক্ষার জন্য ফরেন্সিক সয়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, জখম ছয়জনের মধ্য দুজনকে জম্মুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা জেলা হাসপাতালে ভর্তি।