ভাদরওয়া,জম্মু:  জম্মু কাশ্মীরের ডোডা জেলার থাতরি শহরে মেঘ ভাঙা বৃষ্টিতে ছজনের মৃত্যু, আহত ১১। গোটা এলাকা ভেসে গেছে, সঙ্গে জলের তলায় চলে গেছে বাটোটা-কিস্তওয়ার জাতীয় সড়ক। জানা গিয়েছে, এলাকার প্রায় ডজনখানেক বাড়ি ভেসে গিয়েছে মেঘ ভাঙা বৃষ্টিতে। আপাতত এগারোজনকে উদ্ধার করা হলেও, মনে করা হচ্ছে স্তূপের নীচে আরও কয়েকজন আটকে রয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মেঘ ভাঙা বৃষ্টিতে ছটি বাড়ি, দুটি দোকান এবং একটি স্কুল বাড়ির ক্ষতি হয়েছে। একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির জেরে এলাকায় রাত দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ হড়কা বান আসে। এরফলে নালাগুলোর জলের স্তর মারাত্মক বেড়ে গেছে।

যুদ্ধকালীন তত্পরতায় যৌথভাবে উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও সেনাবাহিনী। এলাকায় জল সরবরাহ করা হয় যে পাইপলাইন দিয়ে এবং বিদ্যুত্ সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে।