মুম্বই: মুম্বইয়ে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে ছ’জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা, এখনও বেশ কয়েকজন ভাঙা বাড়ির তলায় আটকে রয়েছেন। গ্র্যান্ট রোডের কামাথিপুরা এলাকায় আজ বেলা দুটো নাগাদ ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় জে জে হাসপাতাল ও নায়ার হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলে সেখানে কয়েকজনের মৃত্যু হয়। আরও কয়েকজনের অবস্থা গুরুতর। ভেঙে পড়া বাড়িটিতে একটি বিয়ার বার ও একটি কারখানা ছিল। দমকলের আশঙ্কা, কয়েকজন এখনও রয়েছেন ধ্বংসস্তুপের মধ্যে।