জম্মু-কাশ্মীরের কুলগাম থেকে পালাল জুনেইদ মাট্টু-সহ ৬ লস্কর জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2017 09:00 AM (IST)
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কুলগাম থেকে পালাল জুনেইদ মাট্টু-সহ ৬ লস্কর জঙ্গি। কুলাগামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল জঙ্গিরা। সেনা অভিযান চলাকালীন বাধা দেয় স্থানীয় বাসিন্দারা। সেই সুযোগে পালিয়ে যায় ৬ জঙ্গি। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। গতকাল থেকে কাশ্মীরের সোপিয়ান, পুলওয়ামা, কুলগামে বড়মাপের জঙ্গিদমন অভিযান শুরু হয়েছে। সেইসময় সোপিয়ানের কিলুরায় রাষ্ট্রীয় রাইফেলসের কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় এক গাড়িচালকের। আহত হন তিন জওয়ান।