কলকাতা: এবার শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস টার্গেট করল দুষ্কৃতীরা। চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ায় ৬ যাত্রী আহত হয়েছেন, জানালার কাচ ভেঙে চৌচির হয়ে গিয়েছে। গতকাল গভীর রাতে মানপুর জংশনে ঘটেছে এই ঘটনা। দুষ্কৃতীরা ট্রেনের দুটি কামরার ওপর পাথর ছোঁড়ে বলে অভিযোগ। এতে জানালার কাচ ভেঙে পড়ে, ৬ যাত্রী আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, গয়ায় পাল্টানো হয় জানালার কাচও। ঠিক কী কারণে এভাবে চলন্ত ট্রেনে পাথর ছোঁড়া হল তা খতিয়ে দেখছে রেল পুলিশ। জানা গিয়েছে, ঘটনার পরেই স্থানীয় প্রশাসন অভিযুক্তদের ধরার চেষ্টা করে কিন্তু তারা রাতের অন্ধকারের সুযোগে উধাও হয়।