আগরতলা: অবশেষে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ছয় বহিষ্কৃত বিধায়ক। এই নিয়ে দু দফায় দল বদলালেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা (কংগ্রেস) সুদীপ রায়বর্মনের নেতৃত্বাধীন বহিষ্কৃত তৃণমূল বিধায়করা।

তাঁদের দলে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ছিলেন নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের আহ্বায়ক হিমন্ত বিশ্ববর্মা, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং রাজ্যে দলের পর্যবেক্ষক সুনীল দেওধর।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনেও ওই ছয় বিধায়ক এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে ভোট দিয়েছিলেন। তাঁরা গত ৫ আগস্ট দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গেও দেখা করেছিলেন।

পশ্চিমবঙ্গে গত বছর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোটের প্রতিবাদে ওই ছয় বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে ওই ছয় বিধায়ক জানান, তাঁরা সিপিএম সমর্থিত কোনও প্রার্থীতে সমর্থন করবেন না। এরপর ওই ছয়জনকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। গত ৩ জুলাই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, দলের সঙ্গে ওই বিধায়কদের কোনও সম্পর্ক নেই।