আগরতলা: ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ৬ বহিষ্কৃত বিধায়ক আগামী সোমবার বিজেপিতে যোগ দিতে চলেছেন।


বৃহস্পতিবার, ত্রিপুরা বিজেপির মুখপাত্র ভিক্টর সোম বলেন, আগামীকাল দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করবেন ৬ জন। ৬ বিধায়কের বিজেপিতে যোগদানের বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই আগেই চূড়ান্ত হয়েছিল।


সোম আরও জানান, এই ৬ বিধায়ক তাঁদের সমর্থকদের সঙ্গে সোমবার বিজেপির একটি জনসভায় অংশ নেবেন। সেখানে উপস্থিত থাকবেন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব, অসমের অর্থমন্ত্রী তথা উত্তর-পূর্ব ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের আহ্বায়ক হেমন্ত বিশ্বশর্মা, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এবং ত্রিপুরার পর্যবেক্ষক সুনীল দেওধর।


প্রসঙ্গত, ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধায় কংগ্রেস থেকে ইস্তফা দেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মণ সহ ৬ বিধায়ক। তাঁরা সকলেই তৃণমূল কংগ্রেসে যোগ দেন।


কিন্তু, সদ্যসমাপ্ত রাষ্ট্রপতি নির্বাচনে দলের হুইপ অমান্য করে ৬ জন খুল্লমখুল্লা এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থনের কথা ঘোষণা করেন। ফলত, তাঁদের দল থেকে বহিষ্কার করে তৃণমূল।