শিলিগুড়ি ও উত্তর ২৪ পরগনা: লাচুং থেকে গ্যাংটক ফেরার পথে খাদে পড়ল পর্যটকদের গাড়ি। দুই পরিবারের ৬ জনের মৃত্যু, একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। হতাহতরা ওড়িশার বাসিন্দা হলেও ৫ জন কর্মসূত্রে থাকতেন উত্তর ২৪ পরগনার ইছাপুরে।
মঙ্গলবার উত্তর সিকিমের লাচুং থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই পরিবারের কয়েক জনের। হতাহতদের সকলে ওড়িশার বাসিন্দা হলেও কর্মসূত্রে উত্তর ২৪ পরগনার ইছাপুরের নবাবগঞ্জে থাকতেন। নিহতরা হলেন, মাইকেল বাগ, বি সুজাতা, শেফালি বাগ ও শোভনা রাজবাগ।



এই চারজনের সঙ্গে মৃত্যু হয়েছে, যস্মিতা দণ্ডপাট এবং তাঁর ছ’বছরের মেয়ে ত্রিপর্ণা দণ্ডপাটের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা সুভাষ দণ্ডপাটের। এঁরা থাকতেন ইছাপুরের মাঝেরপাড়ায়।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত দশটা নাগাদ গ্যাংটক থেকে মাত্র পাঁচ কিলোমিটার আগে ফেংলার কাছে খাদে পড়ে যায় গাড়িটি। পুলিশের অনুমান, বৃষ্টির মধ্যে পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আরও একজন। গুরুতর আহত গাড়ি চালকও। তাঁকেও আশঙ্কাজনক ভর্তি করা হয়েছে হাসপাতালে।
দুর্ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া উত্তর ২৪ পরগনার ইছাপুরে। দুর্ঘটনার পরে সিকিম পর্যটন বিভাগের তরফে পশ্চিমবঙ্গ ও ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। দেহগুলি পরিজনদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।