নয়াদিল্লি: বীর শহিদের বীর স্ত্রী!
সেনাবাহিনীতেই যোগ দিতে মনস্থির করেছেন ভারতীয় সেনার শহিদ কর্নেল সন্তোষ মহাদিকের স্ত্রী স্বাতী। দেশের সেবায় চূড়ান্ত বলিদান দিয়েছেন স্বামী। প্রয়াত স্বামীর দেখানো পথই অনুসরণ করতে চান স্ত্রী।
গত বছরের নভেম্বর মাসের ১৭ তারিখ জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখার কাছে জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে জঙ্গলে চিরুনি অভিযানের সময় শহিদ হন সেনাবাহিনীর ২১ প্যারা-রেজিমেন্টের স্পেশাল ফোর্সের কম্যান্ডো সন্তোষ। শহিদ হন আরও অনেক জওয়ান।
গত প্রজাতন্ত্র দিবসের দিন শহিদ সন্তোষকে মরণোত্তর সৌর্য চক্র প্রদান করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেই সম্মান নিতে হাজির হয়েছিলেন দুই সন্তানের জননী স্বাতী।
প্রায় তখন থেকেই স্বামীর পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেন পুণে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ৩২ বছরের স্বাতী। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরীক্ষা সার্ভিস সিলেকশন বোর্ড (এসএসবি)-তে বসেন স্বাতী।
ইতিমধ্যেই লিখিত এবং মৌখিক পরীক্ষা— দুটিই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এখন শুধু মেরিট লিস্ট প্রকাশ হওয়ার অপেক্ষা।
সেনাবাহিনীর এক সিনিয়র অফিসার জানান, উত্তীর্ণ হলে, স্বাতীকে চেন্নাইয়ে অবস্থিত বাহিনীর অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (ওটিএ)-তে যেতে হবে। কারণ, মহিলা অফিসারদের প্রশিক্ষণ সেখানেই হয়ে থাকে।
প্রশিক্ষণ শেষে তাঁকে তাঁর ইচ্ছা এবং বাহিনীর প্রয়োজন দেখে পোস্টিং দেওয়া হবে বলে জানান ওই আধিকারিক।
সেনাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত শহিদ কম্যান্ডোর স্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2016 02:40 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -