শ্রীনগর: ছেলে সন্ত্রাসবাদের পথে পা বাড়িয়ে খামোখা প্রাণ দিয়েছে। আর তার মা-ই কি না সন্ত্রাসবাদী দলে লোকজনকে নিয়োগ করছে! এমনই অভিযোগে কাশ্মীরের কুলগামে এক  নিহত জঙ্গির মাকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকী সন্ত্রাসবাদী সংগঠনের খাতায় যুবকদের ঢোকানোর অভিযোগে জম্মু ও কাশ্মীর পুলিশের জালে ধরা পড়েছে এক সক্রিয় জঙ্গির বোনও!


জম্মু ও কাশ্মীর পুলিশের জনৈক অফিসার বলেছেন, 'নিষিদ্ধ কার্যকলাপ রোধ আইনের আওতায় দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে ২০ জুন গ্রেফতার করা হয়েছে সক্রিয় জঙ্গি আব্বাস শেখের বোন আর নিহত সন্ত্রাসবাদী তৌসিফের মা নাসিমা বানুকে।' নাসিমা সন্ত্রাসবাদী সংগঠনে নতুন সদস্য নিয়োগে যুক্ত বলে জানিয়েছেন কাশ্মীরের আইজিপি বিজয় কুমার। আরেক পুলিশকর্তা বলেছেন, ছেলে জীবিত থাকাকালে তার পাশে হাতে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই গ্রেফতার হওয়া মহিলার একটি ছবি পাওয়া গিয়েছে। ছবিটাই বলে  দিচ্ছে, তিনি কী করতেন।



কাশ্মীর জোনের পুলিশ নিজেদের ট্যুইটার হ্যান্ডলে বলেছে, সন্ত্রাসবাদীদের পরিবারের কাউকে পুলিশ বিনা তথ্যপ্রমাণে গ্রেফতার করে না। সক্রিয় জঙ্গি আব্বাস শেখের বোন ও নিহত সন্ত্রাসবাদী তৌসিফের মা নাসিমা বানুকে সম্প্রতি সন্ত্রাসবাদীদের দলে যুবকদের নিয়োগ করার কাজে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে। আইন মেনেই ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি।