নয়াদিল্লি: লোকসভায় তখন গুজরাতে দলিতদের ওপর নিগ্রহের ঘটনা নিয়ে বিবৃতি দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তখন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে চোখ বন্ধ করে কপালে হাত দিয়ে বসে থাকতে দেখা গেল। টেলিভিশন ক্যামেরায় এই ছবি দেখে অনেকেরই মনে হয়েছে যে,  ঘুমোচ্ছেন অমেঠির সাংসদ।

কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, আদৌ ঘুমিয়ে পড়েননি রাহুল। তিনি গভীরভাবে কোনও বিষয়ে চিন্তা করছিলেন।যদিও এ ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। যদিও কয়েকজন কংগ্রেস নেতা বলেছেন, মোটেই ঘুমিয়ে পড়েননি রাহুল। কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী বলেছেন, গরমের সময় কেউ বাইরে থেকে ভেতরে এলে চোখে জ্বালা অনুভব করে। এ জন্য অনেকেই কিছুক্ষণের জন্য  চোখ বন্ধ করে ফেলেন। এই সামান্য ঘটনা নিয়ে অযথা শোরগোল তোলা হচ্ছে।


যদিও রাহুলকে  কটাক্ষ করতে ছাড়ছেন না অনেকেই। কেউ কেউ তো রসিকতা করে বলছেন, কংগ্রেসের ওয়াক আউটও রাহুল প্রায় মিস করতে বসেছিলেন। দলের কয়েকজন সাংসদ রাহুলকে ডাকলেন বলে বিড়ম্বনা এড়ানো সম্ভব হল।

বিএসপি নেত্রী মায়াবতী রাহুলের সমালোচনা করেছেন। তাঁর কটাক্ষ, এই ঘটনা থেকেই স্পষ্ট, দলিতদের নিগ্রহের ঘটনা নিয়ে রাহুল কতটা উদ্বিগ্ন।