নয়াদিল্লি:  প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন। এমনই দাবি করেছেন কর্নাটক বিজেপির সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।


উল্লেখ্য, সম্প্রতি কৃষ্ণ কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন।

ইয়েদুরাপ্পা বলেছেন, কৃষ্ণ বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে তা জানি না। খুব তাড়াতাড়িই ওই দিনক্ষণ স্থির করা হবে।

২০০৯-২০১২ পর্যন্ত ইউপিএ-র আমলে বিদেশমন্ত্রী ছিলেন কৃষ্ণ।১৯৯৯-২০০৪ পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। ২০০৪-০৮ পর্যন্ত মহারাষ্ট্রের রাজ্যপালও ছিলেন তিনি।

প্রায় ৫০ বছর কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কৃষ্ণ। কিন্তু দলে কোনঠাসা হয়ে পড়ায় হতাশ হয়ে তিনি কংগ্রেস ছাড়েন বলে জানা গিয়েছে।