প্রসঙ্গত, এই বিতর্কের সূত্রপাত মোদীর এক মন্তব্যকে কেন্দ্র করে। শুক্রবার মোদী তাঁর আমলাদের উদ্দেশ্যে বলেন নিজেদের প্রচারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার না করতে। এছাড়া বেশি সময় অনলাইন থেকে নষ্টও না করতে। এরপরই রাহুল বলেন, তিনি মোটেই এবিষয়ে তাঁর মন্ত্রিসভার সদস্য এবং দফতরের আধিকারিকদের সামনে উদাহরণ হতে পারেন না। তাঁর সেই যোগত্যাই নেই, কারণ তিনি নিজেই সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন নানা কারণে।
এরপরই রাহুলকে পাল্টা তোপ দেগে স্মৃতি টুইট করেন, দেখুন কে নিজেকে বেশি ‘গুরুত্ব দেওয়ার’ প্রসঙ্গে মন্তব্য করছেন
মোদী নিজেই সোশ্যাল মিডিয়ার অন্যতম অ্যাক্টিভ ব্যবহারকারী। তিনি হলেন অন্যতম রাজনৈতিক নেতা যাঁকে টুইটার ও ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি লোক ফলো করে। টুইটারে মোদীর ফলোয়ার সংখ্যা ২৯.৩ মিলিয়ন এবং ইন্সটাগ্রামে ৬.৯ মিলিয়ন। তথ্য বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থেকেও এই সংখ্যা অনেক বেশি।