মানব সম্পদ থেকে বস্ত্র মন্ত্রকে ‘বদলি’ স্মৃতি ইরানি
Web Desk, ABP Ananda | 05 Jul 2016 05:03 PM (IST)
নয়াদিল্লি: কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর পদ থেকে সরানো হল স্মৃতি ইরানিকে। সেই জায়গায় তাঁকে পাঠানো হল বস্ত্রমন্ত্রকে। তাঁর জায়গায় নতুন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হচ্ছেন প্রকাশ জাভড়েকর। এতদিন তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে পরিবেশ ও বনমন্ত্রকের দায়িত্ব সামলাতেন। এদিন সকালেই, জাভড়েকরকে পূর্ণমমন্ত্রী হিসেবে উন্নীত করা হয়। স্মৃতির মতোই বিদেশ প্রতিমন্ত্রীর পদ হাতছাড়া হল প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিংহের। নতুন বিদেশ প্রতিমন্ত্রী হলেন এম জে আকবর। গ্রামোন্নয়নমন্ত্রী হলেন নরেন্দ্র সিংহ তোমর। পরিসংখ্যানমন্ত্রী হলেন সদানন্দ গৌড়া। ইস্পাতমন্ত্রী হলেন চৌধুরী বীরেন্দ্র সিংহ। টেলিকমের সঙ্গে এবার আইনমন্ত্রকের দায়িত্বও নেবেন রবিশঙ্কর প্রসাদ। নগরোন্নয়নের পাশাপাশি তথ্য-সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব পেলেন বেঙ্কাইয়া নায়ডু। সংসদ-বিষয়ক মন্ত্রক এতদিন ছিল ভেঙ্কাইয়ার হাতে। এবার সেই দফতর গেল অনন্ত কুমারের কাছে। তিনি একইসঙ্গে সার ও রসায়ন মন্ত্রকও সামলাবেন। সংসদীয় ও কৃষি প্রতিমন্ত্রী হলেন এসএস অহলুওয়ালিয়া।