নয়াদিল্লি: আচমকা কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ঘটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে স্মৃতি ইরানিকে সরিয়ে তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করলেন রাজ্যবর্ধন সিংহ রাঠৌরকে, যিনি এতদিন ওই মন্ত্রকেরই প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অন্যদিকে, অরুণ জেটলি অসুস্থ থাকায়, রেলমন্ত্রী পীযূষ গয়ালকে অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।


উপ-রাষ্ট্রপতি হওয়ার পর গত বছর জুলাই মাসে ভেঙ্কাইয়া নাইডু তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে ইস্তফা দিলে সেই থেকে এই মন্ত্রকের পূর্ণমন্ত্রী ছিলেন স্মৃতি। কিন্তু, এই সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। যার সর্বশেষ সংযোজন ছিল গতমাসে, যখন ভুয়ো খবর নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে বিতর্কের জন্ম দেন তিনি।


ওই নির্দেশিকায় বলা হয়, কোনও সাংবাদিক যদি ভুয়ো খবর প্রকাশ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে। এই নির্দেশিকা নিয়ে তুমুল সমালোচনা হয়। অনেকেই, একে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার প্রচেষ্টা বলেও উল্লেখ করে। পরে, অবশ্য প্রধানমন্ত্রীর নির্দেশে ওই নির্দেশিকা প্রত্যাহার করা হয়। ফলস্বরূপ, এরপরই স্মৃতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শীর্ষ নেতৃত্ব। সেই জায়গায় এদিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয় রাঠৌরকে।


প্রসঙ্গত, এই প্রথম এমন নয় যে স্মৃতিকে সরানো হল। এর আগে, তাঁকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর পদ থেকে সরিয়ে বস্ত্রমন্ত্রী করা হয়। সেই মন্ত্রক অবশ্য এখনও তাঁর কাছে রয়েছে। যতদিন না অরুণ জেটলি সম্পূর্ণ সুস্থ হচ্ছেন, ততদিন রেলমন্ত্রকের পাশাপাশি অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন পীযূষ গয়াল।


এছাড়া, পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রকের প্রতিমন্ত্রী থেকে সরিয়ে এস এস অহলুওয়ালিয়াকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে। এই জায়গায় ছিলেন আল্ফন্স কন্ননথনম। তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত তিনি শুধু পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকবেন।