নয়াদিল্লি: মন্ত্রিসভার সম্প্রসারণের ফলে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর পদ খোয়ানো স্মৃতি ইরানি বুধবার ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন। তিনি লিখেছেন, দেশের সেবা করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।



 

 

মঙ্গলবারই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে সরিয়ে স্মৃতিকে বস্ত্র মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন মোদি। গত ২ বছরে বারবার বিতর্কে জড়িয়েছেন স্মৃতি। তাঁর ডিগ্রি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। এই সময়েই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, পুণের ফিল্ম ইনস্টিটিউটে ছাত্র বিক্ষোভ সারা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলা আত্মহত্যা করেছেন। স্মৃতি শিক্ষাপ্রতিষ্ঠানের কাজে হস্তক্ষেপ করছেন বলে বারবার অভিযোগ উঠেছে।

 

তবে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে সরে যাওয়ার পর ট্যুইটে স্মৃতির দাবি, গত দু বছরে শিক্ষার মান বাড়ানো এবং শেখার ফলাফল বাড়ানোর জন্যই যাবতীয় কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য হল সবার জন্য উন্নত মানের শিক্ষার ব্যবস্থা করা। সেই কাজে সাহায্য করার জন্য মন্ত্রকের আধিকারিকদের ধন্যবাদ।

 

বস্ত্র মন্ত্রকের কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন স্মৃতি। তিনি এই ক্ষেত্রের উন্নতি করতে চান বলে জানিয়েছেন।