নয়াদিল্লি: স্মৃতি ইরানির জীবন বিপন্ন হতে পারে বলে গোয়েন্দা সূত্রে পাওয়া খবর খতিয়ে দেখে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সরকারি সূত্রে বলা হচ্ছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি ও হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তি, উত্তেজনা ও সেখানকার ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর ওপর হামলার আশঙ্কা রয়েছে। তাঁর প্রাণ বিপন্ন হতে পারে বলে গোয়েন্দা সূত্রে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত, স্মৃতিকে সশস্ত্র কমান্ডো বলয়ে ঘিরে রাখা হবে। সব সময় তাঁর সুরক্ষায় মোতায়েন থাকবেন প্রায় ১৮ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। তিনি যখন, যেখানেই যাবেন, একটি পাইলট ও এসকর্ট যান থাকবে। তাতে থাকবেন সশস্ত্র নিরাপত্তাকর্মীরা। এছাড়া, তাঁর বাসস্থানের বাইরেও ২৪ ঘণ্টা পাহারা থাকবে।
এখনও পর্যন্ত স্মৃতি পান ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা।
সব মিলিয়ে ৪৬ জন ভিআইপি-কে বর্তমানে জেড ক্যাটাগরির নিরাপত্তা সুরক্ষা দেওয়া হয়। তাঁদের ঘিরে রাখে আধা সামরিক বাহিনী। ৪০ জন ভিআইপি পান তার এক ধাপ ওপরের নিরাপত্তা অর্থাত্ জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা।
জেড ক্যাটাগরির নিরাপত্তা স্মৃতিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2016 03:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -