নয়াদিল্লি: বিহারের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরীর সঙ্গে ট্যুইটারে আলোচনা চলাকালীন আচমকা মেজাজ হারালেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর আপত্তি ‘প্রিয়’ সম্বোধন নিয়ে। এই শব্দটি ব্যবহার করার জন্য বিহারের শিক্ষামন্ত্রীকে তোপ দাগেন স্মৃতি।



 

ট্যুইটারে কেন্দ্র ও রাজ্যের দুই মন্ত্রীর বাক্যালাপ শুরু হয়েছিল সাধারণভাবেই। তাঁরা নতুন শিক্ষানীতি নিয়ে কথা বলছিলেন। হঠাৎই তাল কেটে যায় অশোকের একটি ট্যুইটে। তিনি লেখেন, ‘প্রিয় স্মৃতি ইরানিজি, কখনও রাজনীতি আর ভাষণ থেকে সময় পেলে শিক্ষানীতির দিকে নজর দিন।’ এতেই চটে যান কেন্দ্রীয় মন্ত্রী। ‘প্রিয়’শব্দটি ব্যবহার করা নিয়ে তিনি অশোককে আক্রমণ করেন। ট্যুইটার ব্যবহারকারীদের অনেকেই স্মৃতির এই আচরণে অবাক। সামান্য বিষয়কে জটিল করে তোলার জন্য তাঁরা স্মৃতির সমালোচনা করেছেন।