গত বছরই স্মৃতি ইরানির নিরাপত্তা ওয়াই ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরি করা হয়েছে। গোয়েন্দা সূত্রে তাঁর ওপর হামলার আশঙ্কা থেকেই নিরাপত্তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কফি নিতে ক্রেতাদের সঙ্গে লাইনে অপেক্ষায় স্মৃতি ইরানি!
ABP Ananda, web desk | 08 Aug 2016 03:47 PM (IST)
নয়াদিল্লি: কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী! কিন্তু তাতে কী! নিরাপত্তা রক্ষী ছাড়াই একটি দোকানে গিয়ে কফির অর্ডার দিচ্ছেন স্মৃতি ইরানি। ইউরোপের দেশগুলিতে মন্ত্রীদের সাধারণ মানুষের মতো জীবনযাপন ঘটনা বিরল না হলেও ভারতে তা বিরল। ভিভিআইপি কালচারের নিগড় ভেঙে মন্ত্রী আমজনতার মতো লাইন দিয়ে কফির অর্ডার দিচ্ছেন, এমন ঘটনা সবারই নজর কাড়ে। স্মৃতির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। স্টারবাকস-এর একটি আউটলেটে গিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর এভাবে লাইন দিয়ে কফির অর্ডার দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই মন্ত্রীর এই অনাড়ম্বরতার প্রশংসায় পঞ্চমুখ। স্মৃতির এই আচরণে তাঁরা মুগ্ধ। গত ৫ আগস্ট ফেসবুক গ্রাহক নিমিশ দুবে এই ছবি তুলে তা পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, কফি শপে লাইনে ক্রেতাদের লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সঙ্গে নেই কোনও নিরাপত্তারক্ষী। ওই পোস্টে বলা হয়েছে, স্মৃতি ইরানি ওই ক্যাফেতে নিয়মিতই আসেন এবং সবসময়ই অন্যদের মতো লাইনে দাঁড়িয়েই অপেক্ষা করে অর্ডার দেন। নিজেই গিয়ে নিজের কফি নিয়ে আসেন। এরপর একইভাবে চলেও যান। দুবে বলেছেন, এ রকম মন্ত্রী খুব কমই রয়েছেন।