নয়াদিল্লি: তাঁর ডিগ্রি সংক্রান্ত তথ্য গোপন রাখতে দিল্লি বিশ্ববিদ্যালয়কে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)-কে এ কথা জানিয়েছে স্কুল অফ ওপেন লার্নিং (এসওএল)। সিআইসি এখন এসওএল-কে স্মৃতির শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত নথি জমা দিতে বলেছে। এই নথি না দেওয়ায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইনফরমেশন অফিসারকে গত ১০ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে স্মৃতির দশম ও দ্বাদশ শ্রেণির স্কুল সংক্রান্ত নথি খতিয়ে দেখার অনুমতি দিতে সিবিএসই-কে নির্দেশ দিয়েছিল সিআইসি।

২০০৪,২০১১ ও ২০১৪-র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে স্মৃতি তাঁর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে হলফনামায় ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন বলে এক পিটিশনার অভিযোগ করেন। তাঁর অভিযোগ ঘিরে বিতর্ক দানা বাঁধে। এ ব্যাপারে আর্জি আদালতে খারিজ হয়ে যায়। এবার স্মৃতির শিক্ষা নিয়ে এক আবেদনকারী সিআইসি-তে নথি চেয়ে আবেদন জানানোর পর বিতর্ক ফের সামনে এসেছে। এবিষয়ে শুনানির সময় এসওএল-এর সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার জানান যে, যেহেতু বিষয়টি তৃতীয় পক্ষ সংক্রান্ত। সেজন্য তিনি স্মৃতির সঙ্গে পরামর্শ করেছিলেন।