সোশ্যাল মিডিয়া মানুষকে অলস করে তুলেছে: ঐশ্বর্যা
Web Desk, ABP Ananda | 03 Oct 2016 05:41 PM (IST)
মুম্বই: জীবনে সোশ্যাল মিডিয়ার প্রবেশ ঘটায় মানুষ অলস হয়ে পড়েছেন। এই উক্তি বলিউড চলচ্চিত্র তারকা ঐশ্বর্যা রাই বচ্চনের। ঐশ্বর্যা বলিউডের গুটিকয়েক তারকাদের অন্যতম যাঁরা সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছেন। একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে ঐশ্বর্যা জানান, ফোন ব্যবহার করার ব্যস্ততায় মানুষ আজকাল একে অপরের দিকে তাকাতেই ভুলে গিয়েছেন। চারপাশ পরিষ্কার করার কথা তো ভাবাই যায় না। অভিনেত্রী বলেন, আমরা অজুহাত দিতে সর্বদা তৈরি। কাজ, নিয়ম, জীবনযাপনের ধরন, সোশ্যাল মিডিয়া এবং তাতে সর্বক্ষণ সজাগ থাকা – একটা জিনিসই বলার। তা হল, ফোনটি এক মিনিটের জন্য ছেড়ে টিস্যুপেপারকে ঠিক জায়গায় ফেলাটা প্রয়োজন কোনও মানুষ আজ ভাবেন কি? ৪২ বছরের অভিনেত্রীর দাবি, মানুষ আজকাল ভীষণই অলস হয়ে পড়েছে। মজার বিষয় হল, খোদ অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয়। ট্যুইটার থেকে শুরু করে ইনস্টাগ্রাম বা ব্লগ—সর্বত্রই বিচরণ করছেন বিগ বি। আর সেই পরিবারের পুত্রবধূর মুখে এই কথা! বচ্চন পরিবার শুনছে কি!