নিত্য যানজট: চাকরির শেষদিন ঘোড়ায় চড়ে অফিস গেলেন সফটওয়ার ইঞ্জিনিয়ার!
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jun 2018 03:59 PM (IST)
বেঙ্গালুরু: অভিনব কায়দায় চাকরির শেষদিন অফিসে গেলেন এক সফটওয়ার ইঞ্জিনিয়ার। বেঙ্গালুরুর একটি সংস্থায় কাজ করতেন রূপেশ কুমার ভার্মা নামে ওই তথ্যপ্রযুক্তি কর্মী। আট বছর হল বেঙ্গালুরুতে কর্মসূত্রে কাটানো হয়ে গিয়েছে। শহরের নিত্যদিনের যানজট সমস্যায় ভুক্তভোগী রূপেশ চাকরির শেষদিন ইন্টারমিডিয়েট রিং রোডের অফিসে যান ঘোড়ায় চড়ে, যানজটের প্রতিবাদ জানাতে তো বটেই, সমস্যার গভীরতার দিকে সাধারণের দৃষ্টি আকর্ষণ করতেও।
ঘোড়ায় গায়ে ঝুলতে দেখা যায় একটি বোর্ড, যাতে লেখা ছিল, সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে আজই আমার চাকরির শেষদিন।
পথচারীরা অবাক হয়ে যান এমন দৃশ্যে। অনেকেই কৌতূহলী হয়ে তাঁর ছবি নেন, কেউ বা তাঁর সঙ্গে সেলফিও তোলেন।
আদতে রাজস্থানের ছেলে রূপেশ। জানালেন, আর চাকরি করার ইচ্ছা নেই, ভাবছেন এবার নিজেই কিছু করবেন। ভারতে তথ্যপ্রযুক্তি কর্মীরা বহুজাতিক সংস্থাগুলির শোষণের শিকার বলে মনে করেন তিনি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -