করাচি:  কালো জাদুর জেরেই দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে পাক ব্যাটসম্যান  হ্যারিস সোহেলকে দেশে ফিরতে হয়েছে। পাক সংবাদমাধ্যমের একাংশে এই দাবি করা হয়েছে। এ ধরনের খবর ঘিরে তীব্র বিড়ম্বনার মুখে পড়েছেন হ্যারিস। তিনি ওই ধরনের খবরের সত্যতা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এ ধরনের খবর তাঁর পরিবারকেও খুবই অস্বস্তিতে ফেলেছে। হাঁটুর চোটের কারণেই তাঁকে ফিরতে হয়েছে বলে জানিয়েছেন হ্যারিস।


আসলে হ্যারিসের সঙ্গে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। ২০১৫-র বিশ্বকাপের সময় ক্রাইস্টচার্চের হোটেলে তিনি ভুতুড়ে অভিজ্ঞতার মুখে পড়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল।

পাক ক্রিকেট বোর্ড বলেছে, হ্যারিসের হাঁটুর চোটের সমস্যা রয়েছে এবং আগামী সোমবার থেকেই চিকিত্সকের তত্ত্বাবধানে ন্যাশনাল ক্রিকেট অকাদেমিতে তাঁর রিহ্যাব শুরু হবে।

হ্যারিস বলেছেন, এমনিতেই সফরের মাঝপথে ফিরতে হওয়ায় তিনি হতাশ। তার ওপর এ ধরনের খবর পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। চার সপ্তাহের মধ্যেই চোট সারিয়ে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

হ্যারিস বলেছেন, একটা আন্তর্জাতিক সফরের মাঝপথে চোটের কারণে ফিরে আসাটা একেবারেই ভালো অনুভূতি নয়। বরং তা যথেষ্ট কষ্টকর।