শ্রীনগর: ব্যাগে দুটি তাজা গ্রেনেড নিয়ে বিমানে উঠতে গিয়ে গ্রেফতার হলেন এক দার্জিলিংয়ের বাসিন্দা এক সেনা জওয়ান। আজ সকালে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ওই জওয়ানের। কিন্তু তার আগেই ধরা পড়ে গেলেন তিনি। অ্যান্টি-হাইজ্যাকিং স্কোয়াড ধৃত জওয়ানকে হেফাজতে নিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত জওয়ানের নাম ভূপাল মুখিয়া। তিনি ১৭ জম্মু ও কাশ্মীর রাইফেলসের জওয়ান। উরি সেক্টরে মোতায়েন ছিলেন ভূপাল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই জওয়ানের দাবি, নদীতে বিস্ফোরণ ঘটিয়ে মাছ ধরার জন্যই তিনি গ্রেনেড নিয়ে যাচ্ছিলেন। যদিও তাঁর এই বক্তব্য বিশ্বাস করছেন না তদন্তকারীরা। তাঁরা সব দিক খতিয়ে দেখছেন।
শ্রীনগর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা দেশের অন্যতম সেরা। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে গিয়েছিলেন। ফলে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। এরপরেই আজ সেনা জওয়ানের ব্যাগ থেকে গ্রেনেড উদ্ধার হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
ব্যাগে দুটি গ্রেনেড, শ্রীনগর বিমানবন্দরে ধৃত দার্জিলিংয়ের সেনা জওয়ান
Web Desk, ABP Ananda
Updated at:
03 Apr 2017 09:57 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -