নয়াদিল্লি: যোগী আদিত্যনাথের শপথগ্রহণের পর নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের উন্নয়নের লক্ষ্যেই কাজ করবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী।


‘কট্টর হিন্দুত্ববাদী’ বলে পরিচত যোগী আদিত্যনাথকে বিজেপি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত করায় অনেকের মনেই আশঙ্কা তৈরি হয়েছে। যদিও, এদিন প্রধানমন্ত্রী সব আশঙ্কা দূর করার চেষ্টা করেন। এদিন টুইটারে মোদী লেখেন, মহান ও উজ্জ্বল ভারত গড়তে আমরা চেষ্টা চালিয়ে যাব। আর নতুন ও রূপান্তরিত ভারতের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এদেশের জনশক্তির।


[embed]https://twitter.com/narendramodi/status/843406926306144256[/embed]

[embed]https://twitter.com/narendramodi/status/843406752557092864[/embed]

রবিবার, যোগী আদিত্যনাথের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। তারপর একের পর এক টুইটবার্তায় তিনি নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। লেখেন, যোগী আদিত্যনাথজি, কেশব প্রসাদ মৌর্যজি, দীনেশ শর্মাজি সহ সকল বিধায়ক, যাঁরা আজ শপথ নিয়েছেন, তাঁদের শুভেচ্ছা। মোদী জানান, নতুন সরকার যে রাজ্যের উন্নয়নে কাজ করবে, সেই বিষয়ে তিনি আশাপ্রকাশ করেন।


[embed]https://twitter.com/narendramodi/status/843406241330167809[/embed]

মোদী বলেন, আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হল উত্তরপ্রদেশের উন্নয়ন। ইউপি-তে উন্নয়ন হলেই দেশে উন্নয়ন হবে। তিনি যোগ করেন, আমরা রাজ্যের যুব-সম্প্রদায়ের সেবা করতে চাই। তাঁদের জন্য কর্মসংস্থান করতে চাই। মোদী যোগ করেন, আদিত্যনাথের নেতৃত্বে এই টিম ইউপি-কে উত্তম প্রদেশে রূপান্তরিত করতে চেষ্টার কোনও কসুর করবে না।

[embed]https://twitter.com/narendramodi/status/843406632688132096[/embed]

[embed]https://twitter.com/narendramodi/status/843406373039759360[/embed]