মুম্বই: ২৬/১১-র সেই ভয়ঙ্কর রাতে বহু লোকের প্রাণ বাঁচিয়েছিল মুম্বই পুলিশের স্নিফার ডগ সিজার। অবশেষে গতকাল বিহারে তার মৃত্যু হল। ২৬/১১-র হামলার দিন মুম্বই পুলিশের ডগ স্কোয়াডের টাইগার, সুলতান, ম্যাক্স ও সিজাররা জঙ্গি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছিল। তাদের মধ্যে গত কয়েক মাসে সবাইয়েরই মৃত্যু হয়েছে। জীবিত ছিল শুধুমাত্র সিজার।
সঙ্গী টাইগারের মৃত্যুর পর মনমরা হয়ে গিয়েছিল সিজার। এরপর ডগ স্কোয়াডে দশ বছরের এই সদস্যকে পারেলের  পশু হাসপাতালে গত জুনে ভর্তি করা হয়েছিল। চিকিত্সার পর তাকে বিহারে পশুপ্রেমী ফিজা শাহর ফার্মে পাঠানো হয়েছিল। সেখানেই সে অবসরের দিনগুলি কাটাচ্ছিল। মুম্বই পুলিশের মুখপাত্র ডিসিপি অশোক ধুধে এ কথা জানিয়েছেন।
গতকাল হৃদরোগে সিজারের মৃত্যু হয়।


২০০৮-র ২৬ নভেম্বর সিএসটি স্টেশনেও হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই সময় জঙ্গিদের হ্যান্ড গ্রেনেড খুঁজে বের করে বহু লোকের প্রাণ বাঁচিয়েছিল সিজার। তিনদিন ধরে জঙ্গি কব্জায় থাকা নরিম্যান হাউসের তল্লাশিতেও অংশ নিয়েছিল সিজার।
সিজারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে মুম্বই পুলিশ। পুলিশ কমিশনার দত্ত পাদসালজিকর ট্যুইটারে লিখেছেন, সাহসী, সতর্ক ও দক্ষ সিজার তার অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের কাছে এটা খুবই আবেগবিহ্বল মুহূর্ত।
২০০৫ থেকে ২০১৩ পর্যন্ত মুম্বই পুলিশের ডগ স্কোয়াডে ছিল ল্যাব্রেডর প্রজাতির এই কুকুর।
অভিনেতা সুনীল শেঠ্টিও সিজারের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন।