বিজয়ওয়াড়া:  নোট বাতিল নিয়ে এবার ভোল পাল্টাচ্ছেন তেলগু দেশম পার্টি (টিডিপি) নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু? প্রথমে নোট বাতিলের সিদ্ধান্তকে সোচ্চারে সমর্থন করলেও এবার তাঁর গলায় ভিন্ন সুর। তিনি এদিন বলেছেন, নোট বাতিলের পর যে সমস্যা দেখা দিয়েছে তার সমাধান ৪০ দিন পরও অধরা।
দলের সাংসদ, বিধায়ক ও অন্যান্য নেতাদের একটি ওয়ার্কশপে নাইডু বলেছেন,  নোট বাতিল আমাদের ইচ্ছা ছিল না, কিন্তু তা হয়েছে। ৪০ দিন পরও সমস্যা রয়েই গিয়েছে, এর কোনও সমাধান দেখা যাচ্ছে না।
নোট বাতিল সংক্রান্ত বিষয়ে কেন্দ্র যে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে তার প্রধান নাইডু বলেছেন, এটা এখনও স্পর্শকাতর ও জটিল সমস্যা হয়ে রয়েছে।
নোট বাতিলের অন্যতম প্রবক্তা নাইডু। তিনি তাঁর দাবি জানিয়ে গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যুইট করেছেন। প্রধানমন্ত্রীর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর ৯ নভেম্বর টিডিপি এজন্য তাদের কৃতিত্বও দাবি করেছিল। টিডিপি বলেছিল, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই সিদ্ধান্ত চন্দ্রবাবু নাইডুর জয়। এটা তাদের পক্ষে নৈতিক জয় বলেও দাবি করেছিল টিডিপি।
একটি ফেসবুক পোস্টে টিডিপি বলেছিল, ‘প্রধানমন্ত্রী এখন এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু চন্দ্রবাবু বিরোধী দলে থাকাকালেই (২০০৪-১৪) এ কথা ভেবেছিলেন। তখন থেকেই তিনি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের জন্য লড়াই চালিয়ে আসছেন’।
কিন্তু নোট বাতিলের ঘোষণার পর বাতিল নোট বদল ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জমা টাকা তোলার ক্ষেত্রে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। সেই সমস্যার এখনও সমাধান হয়নি। এই অবস্থায় কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করে নাইডু সুর বদলালেন বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে ২০০০ টাকার নোট চালু করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।