রামেশ্বরম: ছ’দিন পার হতে চলল। এখনও কোনও খোঁজ নেই ২৯ জন সওয়ারিকে নিয়ে বঙ্গোপসাগরে উধাও হয়ে যাওয়া বায়ুসেনার নিখোঁজ এএন-৩২ বিমানের।

প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর জানিয়েছেন, উদ্ধারকারী দল কিছু টুকরো পেয়েছেন। পরীক্ষা করে দেখা হচ্ছে, সেগুলি ওই বিমানের অংশ কি না। এদিন তামিলনাড়ুর রামেশ্বরমে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মূর্তি উন্মোচন করতে গিয়ে পর্রীকর বলেন, কোনও সুনিশ্চিত খবর মেলেনি। তবে, কিছু টুকরো দেখতে পাওয়া গিয়েছে। উদ্ধারকার্যে থাকা জাহাজগুলিকে বলা হয়েছে খতিয়ে দেখতে। এখনই, এটা বলা সম্ভব নয় যে, টুকরোগুলি নিখোঁজ বিমানের কিনা। তাঁর দাবি, এএন-৩২ বিমানের খোঁজে কোনও ফাঁক রাখছে না নৌসেনা, বায়ুসেনা এবং উপকূলরক্ষী বাহিনী।

প্রসঙ্গত, ২৯ জন সওয়ারিকে নিয়ে গত ২২ তারিখ চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরের ওপর নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার এএন-৩২ মালবাহী বিমান। ওড়ার ১৬ মিনিটের মাথায় রেডার-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। তল্লাশিতে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর ১৭টি জাহাজ এবং ২৩টি বিমান যোগ দিয়েছে।