নয়াদিল্লি: বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের জনপ্রিয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই। যেখানে যখনই ভারতীয়রা বিপদে পড়ুন, সাহায্যে সদা প্রস্তুত সুষমা। তাঁর তৎপরতার কথা দেশের গণ্ডি ছাপিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে।

টুইটারে মাঝে মধ্যে আমরা সুষমার রসবোধ ও প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয় পাই। কিন্তু জানেন কি, রসবোধের জন্য সুষমার স্বামী, মিজোরামের প্রাক্তন রাজ্যপাল স্বরাজ কৌশলও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়।

যেমন ধরুন রবিবারের কথা। একজন তাঁকে প্রশ্ন করেন, সুষমা মাইনে পান কত টাকা।



সঙ্গে সঙ্গে স্বরাজের জবাব, আমার বয়স আর ম্যাডামের মাইনে জানতে চেও না প্লিজ। এগুলো ব্যাড ম্যানার্স।



পাশাপাশি তাঁর পরামর্শ, চাঁদা চাইতে হলে সরাসরি চাও না। মাইনে জিজ্ঞেস করছ কেন।



এই প্রথম অবশ্য নয়- এর আগে একজন তাঁকে বলেন, সুষমা তাঁকে ব্লক করে দিয়েছেন। তিনি যেন বলে কয়ে একটু ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে স্বরাজ বলেন, আজি সুনতে হো, তুমি ব্লক করেছিলে, আমিও ব্লক করেছি।



আর একজন তাঁকে প্রশ্ন করেন, তিনি কেন টুইটারে ফলো করেন সুষমাকে, সুষমা তো কই তাঁকে ফলো করেন না। জবাবে স্বরাজ বলেন, ৪৫ বছর ধরে এই কাজটাই করে চলেছেন তিনি, এখন পাল্টানো কঠিন।





এখন পরিষ্কার, সুষমা স্বরাজ এত এনার্জি পান কোথা থেকে?