নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় আট বছরের মেয়ের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশে যখন নিন্দার ঝড় তখন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙওয়ারের একটি মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। কখনও কখনও এ ধরনের ঘটনা বন্ধ করা কঠিন। তাই এত হৈচৈ করার কোনও কারণ নেই।
কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, এত বড় দেশে একটা-দুটো ঘটনা ঘটে। তা নিয়ে শোরগোল ফেলে দেওয়াটা ঠিক নয়।
অর্থ দফতরের প্রতিমন্ত্রী বলেছেন, এ ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। সরকার এ সব ঘটনার বিরুদ্ধে সক্রিয়।
ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে। প্রাক্তন আমলা ও শিক্ষাবিদরাও অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। গতকালই ভারত ও বিদেশের প্রায় ৬০০-র বেশি বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
এরইমধ্যে সরকার ১২ বছরের কম মেয়েকে ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সংস্থান সংক্রান্ত একটি অধ্যাদেশ এনেছে। এদিন সেই অধ্যাদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।