দ্বারভাঙা: পুলিশকে খবর দিয়ে ২৫ বোতল দেশে তৈরি বিলিতি মদ সহ ছেলেকে ধরিয়ে দিলেন পুলিশকর্মী বাবা। ঘটনাস্থল বিহার।
দ্বারভাঙা জেলার অতিরিক্ত পুলিশ সুপার দিলনাওয়াজ আহমেদ জানান, প্রভাত শঙ্কর নামে বিহার পুলিশের সাব-ইনস্পেক্টর বাহিনীতে খবর দেন যে তাঁর ছেলে চোরাইপথে মদ নিয়ে যাচ্ছে।
খবর মিলতেই, সঙ্করের ছেলেকে বমাল পাকড়াও করে পুলিশ। তার হেফাজত থেকে ২৫টি দেশে তৈরি বিলিতি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়।
রাজ্যের নতুন আইন অনুযায়ী, অভিযুক্ত ছেলে ইন্দ্রজিত কুমারকে জেলে পাঠানো হয়। প্রসঙ্গত, গত বছরই বিহারে মদ নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
তারপর থেকেই রাজ্যের সর্বত্র তল্লাশি চালিয়ে প্রচুর মদ উদ্ধার করেছে পুলিশ।