দেখুন: বাবাকে শেষ স্যালুট শহিদ বিএসএফ জওয়ানের ছেলের
ABP Ananda, web desk | 29 Oct 2016 03:13 PM (IST)
পটনা: গতকাল বিহারে শেষকৃত্য সম্পন্ন হয়েছে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টরে পাক হামলায় শহিদ বিএসএফ জওয়ান জীতেন্দ্র কুমার সিংহ। পাক বাহিনীর গুলিতে জখম জীতেন্দ্র কুমারের গত বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়। গতকাল নেপাল সীমান্ত সংলগ্ন পূর্ব চম্পারন জেলার রক্সৌলে নিজের গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে এই বীর সেনানীকে অন্তিম বিদায় জানিয়েছে দেশ। জীতেন্দ্রর দেহ গতকালই গ্রামে এসে পৌঁছয়। তাঁর শেষকৃত্যে ছিল অগনিত মানুষের ভিড়। শহিদ জওয়ানকে চির বিদায় জানাল তাঁর ছেলেও। সামরিক কায়দায় বাবাকে শেষ স্যালুট জানাল ছেলে। এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শহিদ জওয়ানের পরিবারকে ১১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন।শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, দেশ চিরদিন জীতেন্দ্র কুমারের আত্মবলিদানের কথা স্মরণ করবে। রাজ্য শহিদ জওয়ানের পরিবারের পাশে রয়েছে বলেও জানিয়েছেন নীতীশ।