নয়াদিল্লি: আইআইটি প্রবেশিকা পরীক্ষায় শীর্ষস্থানাধিকারীদের মধ্যে একজন একশো দিনের কাজের এক শ্রমিকের সন্তান। রাজস্থানের ঢোলপুর জেলার পিপহেরা গ্রামের নিতিনের এই সাফল্য তার দরিদ্র বাবা-মায়ের মুখ উজ্জ্বল করেছে। পরীক্ষায় তার র‌্যাঙ্ক ৪৯৯। নিতিনের পরিবার খুবই দরিদ্র। অনেক সময় বাড়িতে খাবার কেনারও পয়সা থাকত না। দিন গুজরান করতে তার বাবা একশ দিনের কাজ করেন। কিন্তু টাকাপয়সার অভাব কখনই নিতিনের অধ্যাবসায়ে ব্যাঘাত ঘটাতে পারেনি।
ছোট থেকেই পড়াশোনায় আগ্রহী নিতিন। তার পড়াশোনার খরচ জোগানোর জন্য নিতিনের বাবা একশ দিনের কাজের পাশাপাশি আশেপাশের গ্রামেও মজুরের কাজ করতেন। পড়াশোনার ফাঁকে সময় পেলেই নিতিনও বাবার সঙ্গে মজুরের কাজ করত।
প্রথমে নবোদয় বিদ্যালয়, পরে যোধপুরে পড়াশোনা করে নিতিন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৮৪ শতাংশ নম্বর পেয়েছিল সে। এবার আইআইটি পরীক্ষাকেও সাফল্য পেল নিতিন।
শুরু থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত নিতিন। এই স্বপ্ন পূরণ করতে কখনও চেষ্টায় ঘাটতি রাখেনি সে। নিজের পরিশ্রম ও অধ্যাবসায়ে অবশেষে নিতিন নিজের স্বপ্ন পূর্ণ করল।