মৃত্যুশয্যায় মা, শেষ ইচ্ছা পূরণ করতে হাসপাতালেই বিয়ে ছেলের
Web Desk, ABP Ananda | 22 Jan 2018 02:58 PM (IST)
কোয়েম্বাত্তুর: মা দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে ভর্তি হাসপাতালে। তাঁর শেষ ইচ্ছা পূরণ করার জন্য মন্দিরে গিয়ে প্রেমিকাকে বিয়ে করে আশীর্বাদ নিতে গেলেন ছেলে। গল্পের মতো এই ঘটনা দেখা গিয়েছে তামিলনাড়ুর তিরুপুর জেলার ধরাপুরমে। শান্তি (৫০) নামে জখম এই মহিলা পেশায় রাঁধুনি। গতকাল ধরাপুরমের কাছে একটি জায়গায় দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে তিনি সালেম সরকারি হাসপাতালে ভর্তি। বেশিদিন বাঁচবেন না বুঝতে পেরে ছেলে প্রভাকরকে বলেন, প্রেমিকা নন্দিনীর সঙ্গে বিয়ে হয়েছে এটা দেখতে চান। মায়ের এই কথা শুনে নন্দিনীর বাড়িতে যান প্রভাকর। তিনি নন্দিনীর বাবা-মাকে গোটা বিষয়টি বুঝিয়ে বলেন। এরপর নন্দিনীকে নিয়ে হাসপাতালে এসে সেখানেই একটি মন্দিরে বিয়ে করে মায়ের আশীর্বাদ নেন প্রভাকর।