পড়াশোনার জন্য 'বকাঝকা', রাগে মাকে খুন করে গ্রেফতার ছেলে
ABP Ananda, web desk | 26 May 2017 09:54 AM (IST)
যোধপুর: মাকে হত্যার অভিযোগে গ্রেফতার ছেলে। ধৃত ২০ বছরের সিদ্ধান্ত গানোরে চাঞ্চল্যকর শিনা বোরা হত্যা মামলার তদন্তকারী পুলিশ অফিসারের ছেলে। গত মঙ্গলবার বাড়িতে মাকে খুন করার পর সে ট্রেনে চড়ে যোধপুর চলে যায়। যোধপুর স্টেশনের বিপরীত দিকের একটি হোটেলে গিয়ে সে ওঠে। গতকাল বিকেলে সেই হোটেল থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর যোধপুর পুলিশ মুম্বই পুলিশকে খবর দেয়। মুম্বই পুলিশ খুব শীঘ্রই গানোরেকে হেফাজতে নেবে। বুধবার মুম্বইয়ের সান্তাক্রুজে ভাকোলায় উদ্ধার করা হয় শিনা বোরা হত্যা মামলার তদন্তকারী ইন্সপেক্টরের স্ত্রীর দেহ। তাঁর গলা কেটে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়েই গানোরে তার মাকে খুন করে। এরপর সে নিজের কব্জি কেটে আত্মহত্যারও চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলে সে বাড়ি থেকে পালিয়ে যায়। উদয়মন্দিরের এসএইচও মদন বানিওয়াল জানিয়েছেন, মায়ের ওপর ক্ষোভের কারণেই গানোরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত মঙ্গলবার মা ছেলের কাছ থেকে প্রোগ্রেস রিপোর্ট চান। ছেলের সঙ্গে কলেজেও যাওয়ার কথা ছিল তাঁর। এতেই গানোরে ভয় পেয়ে যায়। প্রচণ্ড চাপে পড়ে গিয়ে সে মাকে হত্যার ছক কষে। বিজ্ঞানে স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের ছাত্র গানোরেকে সংবাদমাধ্যমের সঙ্গে নির্বিকারভাবে কথা বলেছে। তার চোখে-মুখে অনুশোচনার কোনও ছাপই ছিল না। ধৃতের অভিযোগ, তার মা ঝগড়া করতেন। এতে তার ও তার বাবার জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল। গানোরে বলেছে, সবসময় পড়াশোনা নিয়ে তাকে বকাঝকা করতেন মা। এতে খুব চাপে থাকত সে। তার আরও অভিযোগ, মা সর্বদা বাবার সঙ্গে ঝগড়াও করতেন। গানোরের দাবি, পড়াশোনা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য তার মা কলেজে যেতেও চেয়েছিলেন। এটা সে একেবারেই চায়নি। এজন্য সে মাকে খুন করেছে। মাকে খুন করার পর স্নান করে রক্তমাথা জামাকাপড় একটা ব্যাগে ভরে সে বাড়ি থেকে পালিয়ে যায়।