মুম্বই: ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার ‘কাঁটে নেহি কটতে..'  গান সুপার-ডুবার হিট। এই গানে নৃত্যের তালে শ্রীদেবীর লাস্যময়তা অনেক আগেই বলিউডের অন্যতম মাইলস্টোন হয়ে উঠেছে। এই গান এবার ‘ও জানিয়া..’ রূপে ‘ফোর্স-২’ সিনেমায় ফের দেখা যাবে। শ্রীদেবীর মতোই এই রিমিক্সে নৃত্য পারদর্শিতা দেখিয়েছেন সোনাক্ষী সিনহা।
এই গানে সোনাক্ষীর পারফরম্যান্স সকলের নজর কাড়বে। সোনাক্ষীর নৃত্যের বিভিন্ন মুভ শ্রীদেবীর কথা মনে পড়িয়ে দেয়।
এ ব্যাপারে সোনাক্ষী বলেছেন, ‘শ্রী জী যা করেছেন, তার পরিবর্ত কিছু করার কোনও ইচ্ছাই আমার নেই। তাঁর ওই নৃত্য একটা দৃষ্টান্ত। কেউ সেই পর্যায়ের আশেপাশেও পৌঁছতে পারবে না। গানের নয়া ভার্সান 'ও জানিয়া'-ও খুব সুন্দর। পুরানো গানে কিছুটা আপডেট করা হয়েছে’।
‘ফোর্স-২’ ১৮ নভেম্বর মুক্তি পাবে।