মুম্বই: ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজে নিষেধাজ্ঞা নিয়ে এবার নিজের মত ব্যক্ত করলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। বললেন, দুদেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে এক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন।
ভারতীয় সিনেমা জগতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিয়ে প্রশ্ন করা হয় সোনালিকে। তারই প্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, আমরা আমাদের সেনাবাহিনীর জন্য ভীষণই গর্বিত। সার্জিক্যাল স্ট্রাইকেরও প্রশংসা করেন তিনি।
পাক শিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, প্রযোজকদের সংগঠন ইতিমধ্যেই তাঁদের বয়কট করেছে।যদি তাঁরা তোমার বন্ধু না-ই হয়, তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ভেঙে দিতে হয়, তাহলে প্রত্যেকটা ব্যবসাই বন্ধ করে দেওয়া উচিত। সময় একদিন সব ঠিক করে দেয়। প্রত্যেকের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।
প্রসঙ্গত, উরিতে জঙ্গি হামলার পরই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পাক শিল্পীদের ভারত ছেড়ে চলে যেতে হুঁশিয়ারি দেয়। তাঁরা আরও জানায়, পাক শিল্পীদের এদেশে কাজ করতে দেওয়া হবে না। এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
কেন পাক শিল্পীদের ওপর নিষেধাজ্ঞায় সমর্থন সোনালি বেন্দ্রের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Oct 2016 10:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -