তন্ময়ের ভিডিও নিয়ে ‘অস্বাভাবিক প্রতিক্রিয়ায়’ হতবাক সোনম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 May 2016 02:34 PM (IST)
মুম্বই: ভিডিও বিতর্কে ‘বন্ধু’ তন্ময় ভট্টর পাশে দাঁড়ালেন অভিনেত্রী সোনম কপূর। তাঁর দাবি, সচিন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরকে অপমান করার উদ্দেশ্যে এই ভিডিও বানাননি তন্ময়। এটি নিয়ে এত বেশি হইচই হচ্ছে দেখে তিনি স্মম্ভিত। সঙ্গীত ও ক্রিকেট জগতের কিংবদন্তি লতা ও সচিনকে ব্যঙ্গ করে তৈরি হওয়া এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে বিতর্ক চলছে। একাধিক রাজনৈতিক দল, বলিউডের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ তন্ময়ের তীব্র সমালোচনা করছেন। কিন্তু মঙ্গলবার সোনম ট্যুইট করে তন্ময়কে সমর্থন করেছেন। নিজেকে জীবন্ত কিংবদন্তি বলে উল্লেখ করে তাঁর দাবি, সচিন ও লতা এ বিষয়ে কিছুই জানেন না। তাই তাঁদের হয়ে অন্যদের তন্ময়ের প্রতি ঘৃণা ছড়ানো উচিত নয়।