নয়াদিল্লি: লোকসভায় ভারত ছাড় আন্দোলনের ওপর বিশেষ আলোচনায় নাম না করে বিজেপি, আরএসএসকে নিশানা সনিয়া গাঁধীর। কংগ্রেস সভানেত্রী ভাষণে বলেন, ধর্মনিরপেক্ষ ও সকলকে সমান ভাবে দেখার মূল্যবোধের আকাশ ঢেকে দিচ্ছে 'ঘৃণা, বিভেদের মেঘ'। 'অন্ধকারের শক্তি' গণতন্ত্রের শিকড় ধ্বংস করতে চাইছে।


দেশের স্বাধীনতা অর্জনের লড়াইয়ে কংগ্রেস ও জওহরলাল নেহরুর অবদান, ভূমিকা নিয়ে আলোচনার সময় তিনি বলেন, ভারতবর্ষের ভাবধারাকে সংকীর্ণ, ক্ষুদ্র মানসিকতা ও সাম্প্রদায়িক আদর্শের জালে বন্দি হতে দেব না। ধর্মনিরপেক্ষতা, অবাধ মতপ্রকাশের স্বাধীনতা বিপন্ন হতে বসেছে মনে হচ্ছে। স্বাধীনতা রক্ষা করতে হলে তাকে বিপদে ফেলেছে যে শক্তিগুলি, তাদের হারাতে হবে আমাদের। ক্ষুদ্র, সংকীর্ণ মানসিকতাকে সফল হতে দেওয়া চলবে না, আমরা দেবও না। যে ভারতের স্বপ্ন স্লাধীনতা যোদ্ধারা দেখতেন, যে ভারতে মানুষ বিশ্বাসী, তার জন্য লড়তে হবে দেশবাসীকে।

সঙ্ঘ পরিবারের নাম না করে তিনি বলেন, এটা আমাদের ভুলে গেলে চলবে না, এমনও লোকজন ও সংগঠন এ দেশে আছে যারা ভারত ছাড় আন্দোলনের বিরোধিতা করেছিল, দেশের স্বাধীনতার জন্যও তারা কিছু করেনি।