স্যার গঙ্গারাম হাসপাতালের বোর্ড অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডি এস রানা বলেছেন, ‘আজ বিকেল পাঁচটা নাগাদ সনিয়া গাঁধীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর পেটের গোলমাল হয়েছিল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী জানিয়েছেন, তাঁর মা এখন আগের থেকে অনেকটা ভাল আছেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
রাহুল ট্যুইট করেন, মা সিমলায় ছিলেন। পাকস্থলীতে যন্ত্রণা হতে থাকায় তাঁকে আমরা ফিরিয়ে নিয়ে আসি। তবে উদ্বেগের কিছু নেই। অনেকটাই ভাল আছেন। তাঁর জন্য প্রচুর ভালবাসা, উদ্বেগ উপচে পড়ছে। এজন্য সবাইকে ধন্যবাদ।
এর আগেও কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন সনিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসাও করান তিনি। আজ ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি।