নয়াদিল্লি: নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।
প্রায় ১০ দিন থাকার পর গত পরশুদিনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সনিয়া। গতকাল হাসপাতালে তাঁর কাঁধের অস্ত্রোপচারের স্টিচ কাটা হয়। তারপর সন্ধ্যায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, এখানে তাঁকে দিন দুয়েকের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। এক সূত্র জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় চিকিৎসকরা তাঁকে জানিয়ে রেখেছিলেন, পরীক্ষার জন্য তাঁকে হয়ত পুনরায় হাসপাতালে আসতে হতে পারে। সেজন্যই গতকাল তিনি ভর্তি হন।
প্রসঙ্গত, গত ৩ অগস্ট বারাণসীতে দলীয় প্রচার করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন ৬৯ বছরের সনিয়া। দলীয় সূত্রে খবর, রোড-শো চলাকালীন জ্বরে কাবু হয়ে পড়েন নেত্রী। বমিও হয়।
তড়িঘড়ি তাঁকে দিল্লি এনে প্রথমে সেনাবাহিনীর রেফেরাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরে তাঁকে স্থানান্তরিত করা হয় গঙ্গারাম হাসপাতালে। সেখানেই তাঁর কাঁধে অস্ত্রোপচার হয়।
ফের হাসপাতালে ভর্তি সনিয়া গাঁধী
Web Desk, ABP Ananda
Updated at:
18 Aug 2016 10:45 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -