নয়াদিল্লি: নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ আন্দোলনে কেন্দ্রের ব্যবস্থা গ্রহণ নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী। তাঁর দাবি, প্রতিবাদরত পড়ুয়াদের বিরুদ্ধে বলপ্রয়োগ কেন্দ্র সরকারের শেষের শুরু হয়ে দাঁড়াবে।
এক বিবৃতিতে সনিয়া বলেছেন, ‘মোদি সরকার নিজেই হিংসা ও বিভেদের উত্স হয়ে উঠেছে। এটা দেশকে বিদ্বেষের কালো গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে এবং যুবসমাজের ভবিষ্যতকে অগ্নিকুণ্ডে প্রজ্জ্বলিত করা হচ্ছে’।
সনিয়ার প্রশ্ন, শাসকরাই যদি হিংসায় লিপ্ত হন, ‘সংবিধানের মূল্যবোধকে আঘাত করার চেষ্টা করেন এবং তরুণদের মারধর করেন, তাহলে দেশ কীভাবে পরিচালিত হবে’।
কংগ্রেস সভানেত্রীর অভিযোগ, ‘দেশে অস্থিরতা ও হিংসা ছড়াতে চাইছে কেন্দ্র, চাইছে তরুণদের অধিকার ছিনিয়ে নিতে এবং রাজনৈতিক ফায়দা তুলতে ধর্মীয় উন্মত্তার পরিবেশ তৈরি করতে’। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহই এর মূলে রয়েছেন।
সনিয়া বলেছেন, ‘মোদিজির জেনে রাখা উচিত, যখন তরুণ ও ছাত্র শক্তি জেগে ওঠে তখন দেশে পরিবর্তন আসে। তরুণ ছাত্রদের ওপর বিজেপির দমন ও পুলিশের লাঠি মোদি সরকারের পতনের সূচনা করবে’।